গাংনীতে জাতীয় যুব দিবস পালিত
![গাংনীতে জাতীয় যুব দিবস পালিত](https://gangnirchokh.com/wp-content/uploads/2023/11/IMG_20231101_14133159.jpg)
![](https://gangnirchokh.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ষ্মার্ট যুব’ সমৃদ্ধ দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লোগানের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১ টায় গাংনী উপজেলা চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান। এসময় ঋণের চেক,ক্রেষ্ট ও সনদ বিতরন সহ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ভুমি নাদির হোসেন শামিম,সমাজসেবা কর্মকর্তা এরশাদ আলী সহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে যুব উদ্যোক্তা আব্দুল হালিম ও এহসান কবির সবুজকে ক্রেষ্ট প্রদান করা হয়।