গাংনীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
মেহেরপুরের গাংনীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহরিয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহকারী প্রোগ্রামার আব্দুর রহিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। সভায় বক্তব্য রাখেন বামন্দি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সজিবুল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন পরিষদ সচিব জহুরুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ। সভায় জন্ম নিবন্ধন সম্পর্কিত যাবতীয় সহযোগিতা উপজেলা পর্যায়ে পাওয়ার জোর দাবি জানান বক্তারা।