গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ বঙ্গবন্ধু স্মৃতি ছাত্রসংসদ ফেডারেশন এর উদ্যোগে উপজেলার ষোলটাকার ইউনিয়ন শাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ বঙ্গবন্ধু ছাত্র সংসদ ফেডারেশনেরর ষোলটাকা ইউনিয়ন শাখার ইউনিয়ন ছাত্রলীগ শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ষোলটাকা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আহার আলীর, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব, মেহেরপুর সরকারি কলেজের সহ-সভাপতি ও গাংনী সরকারি ডিগ্রী কলেজের সভাপতি মাহমুদ হাসিব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলটাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক আহার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ষোলটাকা ইউনিয়নের সাধারণ সম্পাদক নাহিদ হাসান,মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।