গাংনীতে জমি জায়গার সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:52 PM, 16 December 2024

মেহেরপুরের গাংনীতে জমি জায়গা সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্বাস উদ্দিন(৫৫) নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছে। আজ সোমবার বিকালে প্রতিপক্ষের লোকজন বামন্দী হাটে আব্বাস উদ্দিনকে পিটিয়ে আহত করে। আব্বাস উদ্দিন গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ানের বাওট গ্রামের মৃত বাবুর আলীর ছেলে।

আব্বাস উদ্দিন জানান, আমার চাচাতো ভাই শামীম হোসেনের সাথে জমি জায়গা নিয়ে ঝামেলা চলে আসছে খোকনের। নিয়ে কয়েকদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর যে ধরে মৃত ফজর মীরের ছেলে খোকন(৫৫) এর নেতৃত্বে তার ভাই,স্বপন(৪০),জসিম(৩০),কামরুল(৪৫),কাওসার(৪২), জসিমের ছেলে সাইম(২৫) ও মহির ছেলে ফরিদ(৩২) লাঠিসোটা ও ইট দিয়ে পিটি আহত করে। পরে স্থানীয়তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে।

গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :