গাংনীতে জমিজমা সংক্রান্ত মামলায় লাখ জরিমানা
মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত মামলায় হাবিবুর রহমান নামের এক ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ের ১৪ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। দন্ডিত হাবিবুর রহমান গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া শিলিলপাড়ার মোফাজ্জলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে,দন্ডিত হাবিবুর রহমানের কাছ থেকে ১ লাখ টাকা দিয়ে ২ বিঘা জমি বন্দবস্ত নেন তেঁতুলবাড়িয়া গ্রামের ইরফান আলীর ছেলে মিলন হোসেন। চুক্তিমোতাবেক টাকা ফেরত দিতে গড়িমশি করলে ২০১৯ সালে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করে মিলন হোসেন। মামলা নং ৪১২/১৯। মামলায় দোষি প্রমানিত হওয়ায় আদালত এ আদেশ দেন।