গাংনীতে জনতার হাতে নারী ছাগল চোর আটক
![গাংনীতে জনতার হাতে নারী ছাগল চোর আটক](https://gangnirchokh.com/wp-content/uploads/2020/09/20200922_152049-458x337.png)
![](https://gangnirchokh.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মেহেরপুরের গাংনীতে জনতার হাতে নাসিমা খাতুন(২৫) নামের এক নারী ছাগল চোরকে আটক করেছে এলাকাবাসী।আজ মঙ্গলবার সকালে উপজেলার শিশির পাড়ার মোড়ে ছাগল সহ হাতেনাতে তাকে আটক করে। আটককৃত নাসিমা খাতুন গাংনী বাজার পাড়ার এরশাদ আলীর মেয়ে
স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী পৌরসভা ২নং শিশিরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে জহুরুল ইসলামের একটি ১৫ কেজি ওজনের খাসি ছাগল নিয়ে নাসিমা খাতুন পালানোর সময় হযরত আলীর ছেলে হাফিজুল ইসলাম হাবিব তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাসিমা খাতুন জানায় এটা তার ভগ্নিপতির ছাগল। ভগ্নিপতির নাম ও মোবাইল নাম্বার চাইলে নাসিমা সেটা বলতে ব্যর্থ হয়। পরে স্থানীয় জনগন তাকে আটক করে গাংনী থানায় সোপর্দ করে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,স্থানীয় লোকজন ছাগল চুরির অপরাধে নাসিমা খাতুন নামে আটক করে পুলিশের হাতে তুলে দেয়,তার মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।