গাংনীতে ছেলের শোকে মায়ের মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:42 PM, 08 March 2024

একটু সুখের আশায় সহায় সম্বল বিক্রি করে ৬ লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে ছেলে রাজীবকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন পাঁচ সন্তানের জননী সালমা খাতুন(৪৮)। দালাল চক্রটি কাজের অনুমতি পত্র না দিয়ে গেল কয়েকদিন আগে রাজীবকে আটক করে মালয়েশিয়ান পুলিশ। ছেলে আটকের ঘটনায় ভেঙে পড়েছিলেন রাজীবের মা সালমা খাতুন। একদিকে ছেলের কষ্ট অন্যদিকে পাওনাদারদের দে নয় জর্জরিত হয়ে স্টক জনিত কারণে মৃত্যু হয় সালমা খাতুনের। বৃহস্পতিবার(৭ মার্চ) দিবাগত রাত একটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালমা খাতুনের মৃত্যু হয়।মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ছয়মাস আগে স্থানীয় দালালের মাধ্যমে ৬ লাখ টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন সালমা খাতুনের ছেলে রাজিব হোসেন। পরিবারের সদস্যরা সদস্য সুখে থাকবে এই আশায় সহায় সম্বল বিক্রি করে ৬ লাখ টাকা তুলে দিয়েছিলেন দালালের হাতে। ৬ মাস পেরিয়ে গেলেও কাজের অনুমতি না পেয়ে মানবতার জীবন যাপন করছিল গুপ্তি ঘরে রাজীব। সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের হাতে শতাধিক প্রবাসী আটকের মধ্যে রাজীবকে আটক করে মালয়েশিয়ান পুলিশ। ছেলে আটক এর ঘটনা শুনে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে সালমা খাতুন। একদিকে পাওনা তাদের চাপ অন্যদিকে ছেলের মানবতার জীবন যাপন মেনে নিতে পারেনি সালমা খাতুন। অবস্থায় বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনাল হাসপাতালের মেডিকেল অফিসার অনিমেষ দত্ত জানান, পারিবারিক বিভিন্ন চিন্তাধারা থেকে স্ট্রোক করে সালমা খাতুন। হাসপাতাল মিলে অবস্থার অবনতি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ, চড়া সুদ ও এনজিও কর্মীদের কাছ থেকে ধার দেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়ে অসহায় হয়ে পড়ে সালমা ও তার পরিবার। এই চিন্তাধারা থেকেই সে স্টক করেছে বলে স্থানীয়দের মুখ থেকে শুনেছি।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, মালয়েশিয়ায় পাঠানো বেশ কয়েকজন দালাল চক্রের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে সালমা ও তার পরিবারের কোন সদস্য এখন পর্যন্ত আইনের আশ্রয় আসেনি। আইনের আশ্রয়ে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :