গাংনীতে ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
ছাদ থেকে পড়ে মেহেরপুরের গাংনীর সহড়াবাড়িয়া গ্রামের সম্রাট (১২) নামের পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে সড়াবাড়িয়া গ্রামের লিপটনের ছেলে।
লিটন জানান, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে মিরপুর ইসলামী ব্যাংকের ছাদের উপরে ঘুড়ি উড়ানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। আহত অবস্থায় প্রথমে মিরপুর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা যাওয়ার পথে কল্যাণপুর পৌছানোর পরপরই রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সম্রাটের পরিবার জানায়, সম্রাটের মা বেদনা খাতুন মিরপুর পল্লী বিদ্যুত অফিসে কর্মরত থাকার কারণে তারা অস্থায়ীভাবে মিরপুরের একটি ভাড়া বাড়িতে বসবাস করতো।