গাংনীতে ছাত্রলীগ নেতা তুহিন’র নেতৃত্বে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগ নেতা তুহিন ও সঞ্জু এর নেতৃত্বে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে একটি র্যালি গাংনী বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে রেজাউল চত্বরে এসে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আহসান হাবীব সঞ্জু’র সঞ্চালনায়
উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তুহিন আহম্মেদ এর নেতৃত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হাবিব, সাবেক ছাত্রনেতা আলাল উদ্দিন রেন্টু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সাগর, কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুল হকসহ রফিকুল ইসলাম, নয়ন আহম্মেদ, শামীম, নুরে আলম একিন, সজীব, আশিকুজ্জামান পিন্টু, সাবেক ছাত্রনেতা পিন্টু, বলছিলাম যে প্রমুখ উপস্থিত ছিলেন।