গাংনীতে ছাত্রলীগের ৭৬তম জন্মবার্ষিকী পালিত
র্যালি,আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা ছাত্রলীগের আয়োজনে জন্মবার্ষিকী পালিত হয়। জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক,পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।