গাংনীতে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মেহেরপুরের গাংনী পৃথক পৃথকভাবে উপজেলা ও কলেজ ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবকের মধ্য দিয়ে অনুষ্ঠনের আনুষ্ঠিকতা শুরু করা হয়। এসময় একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গাংনী শহীদ রেজাউল চত্বরে গিয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
কলেজ ছাত্রলীগের সভাপতি শাহিন রেজার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের স ালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।
অপরদিকে একই সময়ে গাংনী সরকারী ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদের নেতৃত্বে কলেজ প্রাঙ্গনে পতাকা উত্তোলন শেষে কেক কাটা হয়েছে।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশসহ ছাত্রলীগের কর্মীবৃন্দ।