গাংনীতে ছাত্রলীগের ধর্ষন বিরোধী র্যালি ও সমাবেশ
মেহেরপুরের গাংনীতে ধর্ষণ নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামিও পৃষ্ঠপোষকের অবিলম্বে গ্রেফতারের দাবিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টায় গাংনী পৌর ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা এবং নারীদের প্রতি সহিংসতা অবসানের দাবিতে এ র্যালি ও সমাবেশ। সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভা সাবেক মেয়র আহম্মেদ আলী, আওয়ামী লীগ নেতা রেজাউল হক মাস্টার,গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হসেন। এ সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।