গাংনীতে ছাত্রদলের হাসপাতাল পরিদর্শন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:51 PM, 12 August 2024

হাসপাতালে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পরিদর্শন করেছে মেহেরপুর জেলা ছাত্রদল। আজ সোমবার বিকেলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমন।

হাসপাতাল পরিদর্শন কালে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমন বলেন, রোগীদের সার্বিক সেবা নিশ্চিত করণের জন্য মেহেরপুর জেলা ছাত্রদল সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। কর্মরত ডাক্তার বৃন্দের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা হয় এবং হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ছাত্রদল সর্বদা সহযোগী ভূমিকা হিসেবে কাজ করবে।

এসময় গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহাম্মেদ, গাংনী উপজেলা ছাত্রদল নেতা সোহেল, গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সংগ্রাম, শাহাআলম, রাফিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :