গাংনীতে চোরের আতঙ্কে ভুগছে গ্রামের মানুষ
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রামের মানুষ চোর আতঙ্কে ভুগছে প্রতিটি রাতে। প্রতিদিনই কারো বাড়িতে ঢুকছে চোর। আজ শুক্রবার সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম মেম্বার এর বাড়িতেও চোরে দিওয়ার ঘটনা ঘটছে।
গ্রাম সূত্রে জানা যায়, প্রতিদিনই চোর বিভিন্ন ব্যক্তির বাড়িতে তালা ভেঙে চুরি করে নিয়ে যাচ্ছে মূল্যবান জিনিসপত্র। তবে তারা প্রভাবশালী হওয়ায় প্রাণনাশের ভয় তাদের মুখ খুলতে চান না কেউ।গত কয়েক মাস আগেও সিসিটিভি ফুটেজ দেখে চোরকে আটক করে গাংনী পুলিশ। এলাকাবাসীর দাবি গ্রামে পুলিশ টহল বাড়ানো।