গাংনীতে চোরাচালান ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনী উপজেলা চোরাচালান ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মেহেরপুর -২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য , উপজেলা চোরাচালান ও আইন শৃংখলা কমিটির প্রধান উপদেষ্টা, গণমানুষের নেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইন শৃংখলা কমিটির উপদেষ্টা এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম,এ খালেক, গাংনী থানার অফিসার ইনচাজর্ (ওসি) ওবাইদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মহোদয় বলেন, আইন শৃংখলা উপজেলা পর্যায়ে ভাল রয়েছে। তবে এতেই সন্তুষ্ট থাকলে আমাদের চলবে না। এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে । শিক্ষার্থীরা সময় কাটাতে নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে। এটা সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি, সীমান্তে প্রতিনিয়ত মাদক দ্রব্য জব্দ হচ্ছে কিন্তু কোন আসামী ধরা পড়ছে না। এ ক্ষেত্রে বিজিবি ও পুলিশ প্রশাসনের ভূমিকা আরও জোরদার করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান,গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক মুন্তাজ আলী, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাষ্টার, জেপি নেতা আব্দুল হালিম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নাজমূল হুদা বিশ্বাস,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, বিজিবি কোম্পানী কমান্ডার সুবোধ কুমার পাল, র্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, রহমান , গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান,গাংনী উপজেলা যুবলীগের সম্পাদক শফি কামাল পলাশ,ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চোরাচালান ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ ।