গাংনীতে চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার। এলাকায় আতংক
মেহেরপুরের গাংনীতে ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের উপর থেকে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা সেগুলো উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সকালে হাটতে বের হয়ে রাস্তায় ৪টি কালো টেপ দিয়ে মড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়া হলে তারা বোমা সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করে পানিভর্তি বালতে রেখে নিয়ে যায়।
হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই দেবাশীষ জানান, বোমা সাদৃশ্য চারটি বস্তুু পানিতে রেখে প্রাথমিক ভাবে নিষ্ক্রিয় করে থানায় নেওয়া হয়েছে। আতংক সৃষ্টির জন্য এগুলো রাখা হতে পারে। তবে এবিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।