গাংনীতে চাঁদাবাজি ঠেকাতে মাঠে নেমেছে বিএনপি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:40 PM, 12 August 2024

বাজার ও বিপনী বিতানে চাঁদাবাজ ঠেকাতে মাঠে নেমেছে মেহেরপুরের গাংনী থানা বিএনপি । আজ সোমবার বিকালে গাংনী বাজারে ব্যাবসাহিদের সাথে সাক্ষাত এসব কথা বলেন বিএনপির নেতা কমীর্রা। বাজার পরির্দশন কালে উপস্থিত ছিলেন গাংনী থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
গাংনী থানা বিএপির সাধারন সম্পাদক আসাদুজ্জামন বাবলু বলেন, ১৫ আগষ্টকে কেন্দ্র করে দেশে ব্যাপক ভাবে চাঁদাবাজি হয়ে থাকে। গাংনী বাজারে যদি কেউ চাঁদাবাজি করে থাকে তাহলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কমীর্দের জানানোর জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, বিএনপি ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশ বাংলাদেশের কোথায়ও যেন চাঁদাবাজি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে পারে তার অংশ হিসাবে আজকের এই কমীর্ সূচি বলে জানান তিনি।

এসময় মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুর হক, গাংনী পৌর যুবদলের সহ—সভাপতি মনিরুজ্জামান মনি, ০২ নং ওয়ার্ড (শিশিরপাড়া) বিএনপির সভাপতি সুরেলী আলভীসহ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকমীর্রা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :