গাংনীতে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৯ জন আসামী গ্রেফতার
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৯ জন আসামীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার কষ্টদহ গ্রামের মোঃ আব্দুল মোমিনের ছেলে মোঃ জিনারুল ইসলাম,মহেশপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মোঃ মাসুদ করিম,পলাশীপাড়া গ্রামের মৃত মোঃ আবুল সায়েরের ছেলে মোঃ ডাবলু হোসেন, মোঃ ডাবলু হোসেনের স্ত্রী মোছাঃ আমরিন খাতুন,ডাবলু হোসেনের ছেলে মোঃ সিদ্দিক আলী,ডাবলু হোসেনের ছেলে মোঃ সাইদ আলী,বামন্দী ক্যাম্পপাড়ার আব্দুল ওয়াহেদের ছেলে মোঃ মহিদুল হক,-মোঃ মাহাতাব আলীর ছেলে
মোঃ বরহান হোসেন, গাড়াবাড়িয়া গ্রামের রেজাউল খোকার ছেলে মোঃ সাইদুজ্জামান।
গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান, আদালত কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।আজ মঙ্গলবার ১১ টার দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।