মেহেরপুরের গাংনীতে গোডাউনে আগুন লেগে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কড়ইগাছি বামন্দীর গ্রামের ইসমাইলের গোডাউনে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন উপজেলার কড়ইগাছি বামন্দী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, গোডাউনের মধ্যে ধান,গম,পাঠ ও হিরো হোন্ডা মোটরসাইকেল পুড়ে যায় এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে আগুনের সূত্রপাত এর কারণ হিসেবে ভুক্তভোগী পরিবার প্রাথমিকভাবে ধারণা করছে পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটাতে পারে।