গাংনীতে গৃহবধূর বিষপাতে আত্মহত্যা
মেহেরপুরের গাংনীতে স্বপ্ন(৩০)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত স্বপ্ন উপজেলার নওদাপাড়(গুচ্ছগ্রাম) গ্রামের বাসারের স্ত্রী।
স্থানীয়রা জানান,অনেকদিন ধরে ক্যান্সারের ভুগছিল। প্রায় দেখতাম জালা যন্ত্রনায় কান্নাকাটি করছে হঠাৎ শুনলাম স্বপ্না বিষ খেয়েছে।তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরবর্তীতে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
নিহত স্বপ্নার খালু আমিরুল ইসলাম জানান,স্বপ্না গত চার বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিল,অপারেশন করা হলেও তার কোন ফল পাওয়া যায়নি অত্যন্ত জ্বালা-যন্ত্রণা ব্যথার জনিত কারণে সে বিষপানে আত্মহত্যা করতে পারে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।