গাংনীতে গাঁজাসহ নারী আটক
মেহেরপুরের গাংনীতে ১কেজি গাঁজাসহ সাহিদা খাতুন(২৮) নামের এক নারীকে আটক করেছে থানা পুলিশ। আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করে। আটককৃত সাহিদা খাতুন গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের আবাসন এলাকার ইমাদুল হকের স্ত্রী।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘদিন মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকোপার্কে আবাসন এলাকায় রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছিল ইমাদুল ও তার স্ত্রী সাহিদা খাতুন এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজ্জাক এর নেতৃত্বে গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে,তার ঘরে মধ্যে থাকা আড়াই রাখা একটি ব্যগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে তিনি আরো জানান,তার স্বামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত সাহিদা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।