গাংনীতে গাঁজাসহ আটক-৩

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:44 AM, 07 November 2024

মেহেরপুরের গাংনীতে ৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থান থেকে তাদের আটক করে। আটককৃত হলো, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের ইসমাইল মন্ডলের স্ত্রী তিলক জান(৪৫), একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোরনগর গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী কোহিনুর খাতুন(৫০) ও মেহেরপুরে গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবীনপুরের মৃত ইউনুস আলীর ছেলে ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা(৪৮)।

মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেম জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ আর্টিলারি ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থান থেকে ৮ কেজি গাঁজাসহ তিলক জান, কোহিনুর খাতুন ও ভ্যানচালক ইন্তাজুল ইসলাম ইন্তা কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৭হাজার টাকা ও মাদক পরিবহনের একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা-পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :