গাংনীতে গাঁজাসহ আটক-২

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:15 PM, 01 November 2024

মেহেরপুরের গাংনীতে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে তাদের আটক করে। আটককৃত হলো, গালাবাড়িয়া গ্রামের আজিবুর রহমানের ছেলে শামীম ওরফে রাজু(৩১) ও একই এলাকার রতন আলীর ছেলে মোমিনুল ইসলাম(২১)।

গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাজু ও মোমিনুলকে আটক করে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মমিনুল ইসলামের পরিত্যক্ত তামাক ঘর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :