গাংনীতে গাঁজাসহ আটক-২
মেহেরপুরের গাংনীতে ১’শ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার গাড়াডোব পুড়াপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে হামিদুল ইসলাম(৩৩) ও একই উপজেলার চৌগাছা গ্রামের ইদ্রিস আলীর ছেলে সবুজ আলী(২৩)।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মেহেরপুর গাংনী উপজেলার আজান দর্গাপাড়া মাঠে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজ্জাক ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হামিদুল ও সবুজ কে আটক করে এসময় তাদের কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা পূর্বক আদালতে সোপর্দ করা হবে।