গাংনীতে গাঁজাসহ আটক-২
মেহেরপুরের গাংনীতে ৫’শ ৮০গ্রামসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জানিয়ে থানা পুলিশ। আজ রবিবার সকালে তাদের আটক করে।
আটককৃতরা হল আটককৃতরা হলো,কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের মৃত জাফের মালিথার ছেলে আয়ুব(৫৭) ও একই উপজেলার ভাঙ্গমত বাজার গ্রামের সর্দ্দার পাড়ার নজরুল ইসলামের ছেলে মনিজিল(৩০)।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মেহেরপুর গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সর্দ্দারপাড়া ঈদগাহের পাশে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুমন,এ এস আই জামিরুল, এএসআই মহিনুল ও কনস্টেবল আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫’শ৮০ গ্রাম গাঁজাসহ আয়ুর ও মনিজিল আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।