গাংনীতে গাঁজাসহ আটক-২
মেহেপুরের গাংনীতে ১’শ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে গাংনী থানা পুলিশের এসআই এস এম তারিকুজ্জামান ও এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কল্যাণপুর কালিতলা পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হল দেবীপুর গ্রামের বয়েন বিশ্বাসের ছেলে মইনুদ্দিন (৪৬) ও ঝোড়াঘাট গ্রামের মৃত নুরুল হুদার ছেলে মিজানুর রহমান (৫২).
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান জানান, ১০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অাইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।