গাংনীতে গাঁজাসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ১’শ গ্রাম গাঁজাসহ সুজন আলী(২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।গতকাল শুক্রবার(৫আগস্ট) রাত ৯টার দিকে তাকে আটক করে। আটককৃত সুজন আলী উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত রহিম বক্স এর ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী গাংনীর চোখ’কে জানান, মেহেরপুর গাংনী উপজেলার ভাটপাড়া পার্ক এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিন ও এএসআই মাহাতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ সুজন আলীকে আটক করে।আটককৃত সুজন আলীর বিরুদ্ধে গাংনী থানায় মামলা রুজু করা হয়েছে।