গাংনীতে গাঁজাসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ১’শ গ্রাম গাঁজা সহ ফাহিম খান(১৮) নামের এক মাদক সেবিকে আটক করেছে গাংনী থানা পুলিশ। সোমবার দুপুরে গাংনী থানার এ এসআই নারদ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনী শহরের মহিলা কলেজের সামনে থেকে ১’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।আটক ফাহিম উপজেলার মদনা ডাঙ্গা গ্রামের জব্বারুলের ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান গাংনীর চোখ’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই নারদ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। আটকের পর তাকে তল্লাশি করে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আটক ফাহিমের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।