গাংনীতে গাঁজাসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ৩’শ গ্রাম গাঁজাসহ জাকির হোসেন(৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ সোমবার বিকেল ০৫টার দিকে তাকে আটক করে। আটককৃত জাকির হোসেন উপজেলার পৌরসভা এলাকার ০৩নং চৌগাছা গ্রামের মৃত আওলাদ’র ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করে।এ সময় তার কাছে থেকে ৩’শ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। আটককৃত জাকিরের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।