গাংনীতে গাঁজাসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ৫’শ গ্রাম গাঁজাসহ জোসেফ রোজারিও(৫০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার(২৬-জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করে। আটককৃত জোসেফ রোজারিও উপজেলা চৌগাছা গ্রামের খ্রিষ্টান পাড়ার ক্লেমন্ট রোজারিও ছেলে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,জোসেফ রোজারিও তার নিজ বাড়িতে মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদ এর ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে সক্রিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার স্বয়ন কক্ষের সানসেটের উপর থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত জোসেফ রোজারিও বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।।