গাংনীতে গাঁজাসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ১’শ গ্রাম গাঁজাসহ সালম(৩২)নামের এক মাদক কারবারিকে আটক করছে থানা পুলিশ।শুক্রবার(২০মে)তাকে আটক করে।আটককৃত সালাম গাংনী উপজেলার গোপালনগর গ্রামের নবীছদ্দীনের ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান,উপজেলার রাইপুর ইউনিয়ানের মড়কা বাজারে এসআই নুর সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে সালামের মোটরসাইকেলের সিটের নিচে থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করে।মাদক উদ্ধারের ঘটনায় সালামকে আটক দেখানো হয় ও তার মোটরসাইকেল টি জব্দ দেখাই পুলিশ।আটককৃত সালামের বিরুদ্ধে আজ শনিবার(২১মে) মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।