গাংনীতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:41 PM, 16 September 2021

মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে নুপুর(২০)নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুপুর উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নুপুর সকালে তার স্বামী হাবিবুর রহমানের সাথে মোবাইল ফোনে কথা বলার পর অভিমানের ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টা করে।পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান,বিষয়টি শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ এনে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :