গাংনীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা,নাকি হত্যা
মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে স্বর্ণালী খাতুন(১৮) নামের এক গৃহবধুর আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সে আত্মহত্যা করে।নিহত স্বর্ণালী খাতুন উপজেলার সাহারবাটি গ্রামের আলী হোসেনের স্ত্রী ও একই গ্রামের শুকুর আলী পটলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ির সবার অজান্তে তার স্বামীর বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
স্বর্ণালী খাতুনের চাচাতো ভাই মেহেরপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয় মক্তাদর রহমান মিঠুন জানান, স্বর্ণালীর শ্বশুরবাড়ির লোকজন বলছে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে কিন্তু তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছি।
গাংনী থানা ওসি মোঃ বজলুর রহমান জানান,বিষয়টি শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত ব্যবস্থা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।