মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:22 AM, 09 January 2021

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে মেহেরপুর জেলা পরিষদ। বুধবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে সাধারণ জনগনের হাতে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান তুলে দেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম রসূল।

 

জনসাধারণের উদ্দেশ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম রসূল বলেন, কখনোই মাস্ক নিয়ে আসতে ভুলবেন না, ঘর থেকে বেরুনো মানেই মুখে মাস্ক। অর্থনীতি ও জীবন চালিয়ে যেতে হবে, পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে।

 

 

এর আগে মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু সেখানে বক্তব্য রাখেন।এসময় সেখানে উপস্থিত মেহেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নার্গিস সুলতানা, সদস্য আলমাস হোসেন শিলু। পরে সেখানে পথচারীদের মাঝে মাস্ক সহ অন্যান্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন :