গাংনীতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা
মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে ইসমত আরা জোসনা(১২) নামের এক কিশোরীর আত্মহত্যা করেছে। আজ বুধবার(২৪ এপ্রিল) সকালে নিজ স্বয়ংকক্ষে বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ইসমত আরা জোসনা উপজেলার তেরাইল গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, মায়ের সাথে হাঁস মুরগিকে খাবার দেওয়াকে কেন্দ্র করে মনোমালিন্য হওয়াই রাগ ও অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।