গাংনীতে গলায় ফাঁস দিয়ে দু’জনের আত্মহত্যা
মেহেরপুরের গাংনীতে দু’জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার আত্মহত্যার ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার তেরাইল গ্রামের মধ্যপাড়ার আমজাদ হোসেনের মেয়ে মলি খাতুন(১৬) ও একই উপজেলার মহিষাখোলা গ্রামের শরিফুলের স্ত্রী মুনুয়ারা খাতুন(৪৭)।
মলি’র বাবা আমজাদ হোসেন জানান, আমার স্ত্রী আমার মেয়েকে মোবাইল নাড়তে নিষেধ করে এবং আমার স্ত্রী তার(মলি’র) কাছ থেকে থাকা চাদর চাই পরবর্তী চাদর দিতে অস্বীকৃতি জানানোর কারণে বকাঝকা করে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মুনুয়ারা ভাই মুখলেসুর রহমান জানান, আমার বোন দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। আমার বোনের বাড়িতে কোন লোকজন না থাকার কারণে সে নিজের বাড়িতে গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,মেহেরপুর গাংনী উপজেলার তিরাইল ও মহিষাখোলা গ্রামের দু’টি আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।