গাংনীতে গলায় ফাঁস যুবকের আত্মহত্যা
মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে নাহিদ(২০) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল(০১-আগষ্ট) ৬টার দিকে তার নিজ কক্ষে ঝুলন্ত লাশ দেখতে পায় তার পরিবার। যুবক নাহিদ উপজেলার বামুন্দি ইউনিয়নের ওলিনগর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।
নাহিদ এর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের নেই গতকাল রবিবার(৩১-জুলাই) প্রতিদিনের নাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যাই। সকালে অনেক ডাকাডাকির পরেও নাহিদের সারা শব্দ না পেয়ে জানালার পাশে থাকা ইটের ফাঁকা দিয়ে দেখতে পাই ঝুলন্ত অবস্থায়। পরে পরিবারের লোকজনের আত্মচিৎকারে তার চাচা এগিয়ে এসে জালানা ভেঙে লাশ উদ্ধার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রাজ্জাক জানান,পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি।নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।