গাংনীতে গরু মোটা তাজাকরণ প্রশিক্ষণ উদ্বোধন
মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় বেকার নারী ও পুরুষদের সমন্বয়ে ২৫ জনের একটি ব্যাচ গঠন করে উপজেলা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে “উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভূক্ত ৭ দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক গরু মোটাতাজা করণ প্রশিক্ষণের” শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম, গাংনী সরকারি কর্মকর্তা যুব উন্নয়ন অধিদপ্তরের আবুল কালাম আজাদ, গাংনীর যুব উন্নয়ন সংস্থার ক্রেডিট অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান, আলোর পথে যুব উন্নয়ন সংস্থার পরিচালক আহসান কবির সবুজ প্রমুখ।