গাংনীতে গরু ব্যবসায়ীর বিষপানে আত্মহত্যা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:47 PM, 27 September 2021

মেহেরপুরের গাংনীতে বিষপানে মোজাম্মেল হক(৫৫) নামের এক গরু ব্যবসায়ী আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।মোজাম্মেল হক উপজেলার বালিয়াঘাট ভোলারডের গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।

মোজাম্মেল হকের ছেলে জুয়েল রানা জানান, আমার বাবা দীর্ঘদিন গরু ব্যবসা সাথে জড়িত ছিল।আমার বাবার অনেক ঋণ বাকি হওয়ার কারণে গত বুধবার(২২সেপ্টেম্বর) বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।পরে পরিবারের লোকজন আমার বাবাকে উদ্ধার করে বামন্দী সোনার বাংলা ক্লিনিকে ভর্তি করে,সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়, সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তারা বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে নিয়ে আসার সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারী এলাকায় আজ সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :