গাংনীতে গরু বোঝাই স্টারিং উল্টে আহত-৩

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:49 PM, 13 August 2021

মেহেরপুরের গাংনীতে গরুর গাড়ি উল্টে ০৩ জন আহত হয়েছে।আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলো মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের হানিফের ছেলে তাজু(৪৫), বড় বাবুর ছেলে রাজু(৩২) ও ওয়াহেদ আলী ছেলে সুজন(২১)।

আহত রাজু গাংনীর চোখ’কে জানান,আমরা বামন্দীর হাটের গরু বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম চোখতোলা নামক স্থানে পৌঁছালে,হঠাৎ করে আমাদের গরুবোঝাই স্টারিং গাড়ি সামনের চাকা ভেঙে বেরিয়ে যায় এতে উল্টে যাই। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাদের উদ্ধার হাসপাতালে নিয়ে আসে।

বামন্দী ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ইসাহাক আলী গাংনীর চোখ’কে জানান, হঠাৎ আমাদের কাছে খবর আসে চোখতোলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ঘটনা ঘটেছে। আমরা দ্রুত সময় সেখানে পৌছিয়ে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সুজন আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান গাংনীর চোখ’কে জানান, গাংনীর চোখতোলা নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি, ঘটনাস্থলে দ্রুত সময়ের মধ্যে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :