গাংনীতে গরীব,দুস্থ-অসহায় ও অসুস্থ কর্মহীন প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে ২৫০ জন ব্যক্তিদের অনুকূলে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার উপজেলা উপজেলা পরিষদের সভা কক্ষে প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলার চেয়ারম্যান এম এ খালেক। গাংনী উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ।