গাংনীতে গম কাটা মেশিনের ধাক্কায় প্রাণ গেল কৃষকের
মেহেরপুরের গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে গম কাটা মেশিনের ধাক্কায় বজলুর রহমান(৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী গাংনী উপজেলার সাহারবাটি দুর্লভপুর(ভরাট) গ্রামের রমজান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বজলুর রহমানের জমিতে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটছিলেন এক চালক। চলন্ত মেশিনটি পেছনে ঘোরাতে গেলে, আকস্মিকভাবে মেশিনের ধাক্কায় কৃষক বজলুর রহমান গুরুতর আহত হন। এ সময় মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করলে পথেই তিনি মারা যান।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।