গাংনীতে গণিত কর্মশালা অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে “অধ্যাপক এ এ কে এম লুৎফুজ্জামান গণিত কর্মশালা” অনুষ্ঠিত। কর্মশালা শেষে শনিবার (২৪ডিসেম্বর) দ্বিতীয় ও শেষ দিনে আব্দুস সালাম মেমোরিয়াল স্কুলে একটি ম্যাথ কুইজ নেওয়া হয়। সমাপনী পর্বে কুইজে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।উপজেলার প্রায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী কর্মশালায় অংশগ্রহণ করেন।
সমাপনী পর্বে গাংনী গণিত পরিবারের সভাপতি সাঈফ হাসান কৌশিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক আবির শাফী বিন্দু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈকত ইসলাম শিহাবসহ গাংনী গণিত পরিবারের মেন্টর এবং জুনিয়র মেন্টরবৃন্দ।