গাংনীতে খাল খননের উদ্বোধন
মেহেরপুর জেলার গাংনীর দেবীপুর – ঝোড়াঘাট খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পনঃখনন প্রকল্পের ( ১ম পর্যায়) ছয় হাজার ৪০০ মিটার খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ টাকা।
গাংনী উপজেলার যুবলীগ নেতা রাহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ও কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আওয়ামীলীগ নেতাকমর্ী ছাড়াও স্থানী গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এমপি সাহিদুজ্জামান খোকন জানান, গাংনীর মানুষের কল্যাণে ১৭ টি খাল খননের জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী বছরের মধ্যে সব খাল পুনঃখনন শেষ হবে।