গাংনীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে মুজিব বষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনসরন করে উপজেলা পযায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদ তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক । উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন, গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী ও বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন। অনুষ্ঠানে ব্যবসায়ী, চাকরি জীবি, পুলিশ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কমকতা বৃন্দ উপস্থিত ছিলেন ।