গাংনীতে ক্ষমতার অপব্যবহার করে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:59 PM, 26 January 2024

ক্ষমতার অপব্যবহার করে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মহন আলীর বিরুদ্ধে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল থেকে ওই সড়কে গাছ কেটে সরিয়ে নেয় মহন আলীর মেম্বারের লোকজন।

জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ানের নওদাপাড়া গ্রামের ইউপি সদস্য মহন আলীর লোকজন ব্রজাপুর এলাকার ৭ টি শিশু গাছ কাটতে শুরু করে। এলাকাবাসী বাধা দিতে গেলে তাদেরকে বলা হয় সরকারি নির্দেশনা মোতাবেক গাছ কাটা হয়েছে।

স্থানীয়রা জানান, গাছ কাটার বিষয়ে বাধা দিতে গেলে ক্ষমতার অপব্যবহার করে মহন মেম্বারের লোকজন। যে গাছ কাটা হয়েছে তার আনুমানিক মূল্য প্রায় ২লাখ টাকা। সরকারি গাছ কাটার বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি বলে জানান এলাকাবাসীরা।

এ বিষয়ে মহন আলী মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কে বা কারা গাছ কাটছে এ বিষয়ে আমার জানা নেই।

ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মু.আলম হুসাইন মুঠোফোনে জানান, মহন মেম্বারের সাথে থাকা ব্যক্তিরা কয়েকটি গাছ কেটেছে। গাছগুলোতে এমন কোন কাজে আসবে না। মহন মেম্বারকে ডাকা হয়েছে কেন তিনি গাছ কাটার নির্দেশনা দিলেন বিষয়টি জানার জন্য।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা মুঠোফোনে জানান, এ বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা হয়েছে তিনি জানান মারা যাওয়া গাছ কেটে ইউনিয়ন পরিষদের রেজুলেশনের মাধ্যমে কাটা হয়েছে। যদি জীবিত গাছ কেটে থাকেন তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :