গাংনীতে কৃষক লীগের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী
মেহেরপুরের গাংনীতে ডিসি ইকো পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বিকেলে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিম সাজ্জাদ লিখন বলেন, মজিব শতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলায় ব্যাপক বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। আমরা মসজিদ-মাদ্রাসা রাস্তার দু’পাশ,পার্কসহ বিভিন্ন স্থানে প্রায় ৫০ হাজার বৃক্ষ রোপন করতে সক্ষম হয়েছি। তিনি আরো জানান মুজিববর্ষে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম অব্যাহত থাকবে, এজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
এছাড়া উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও ০১কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,গাংনী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান, মেহেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মর্শেদ অতুল,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম ও সাবেক সাধারন সম্পাদক বিপ্লব হোসেন সহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।