গাংনীতে কৃষকের ৩’শ কলা গাছ কর্তন(ভিডিওসহ)

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:12 AM, 01 November 2020

মেহেরপুরের গাংনীতে কলা চাষী হাবিবুর রহমানের ৩’শ কলা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার চর গোয়াল গ্রামের বালুর খাদ নামক মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

https://www.facebook.com/387112705351720/posts/769153267147660/?app=fbl

গ্রাম্য ডাক্তার কলা চাষে হাবিবুর রহমান জানান,আমার এলাকায় শত্রু আছে বলে আমার জানা নেই,আমার প্রায় দেড় বিঘা কলাবাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা এতে প্রায় আমার ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।যারাই আমার কলাবাগান কেটে ক্ষতি করেছে আমি তাদের বিচারের দাবী করি।

স্থানীয় এক যুবক সোহেল রানা জানান,চর গোয়াল গ্রামে মাঠে প্রায় প্রতিদিনই কৃষকের বিভিন্ন ধরনের ফসল কেটে দিচ্ছে দুর্বৃত্তরা,রাতের আধারে কে বা কাহারা কাটছে আমাদের পক্ষে খুঁজে বের করা দুষ্কর। মানুষ মানুষের শত্রু হতে পারে কিন্তু ফসল মানুষের চিন্তা করেছে যে যার কারণে ফসলগুলো কাটতে হবে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

উল্লেখ্যঃউপজেলার চর গোয়াল গ্রামে গত দেড়মাসে প্রায় ৮ থেকে ১০ জন কৃষকের ফসল কর্তন করেছে দুর্বৃত্তরা,একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছে এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :