গাংনীতে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থ বছরে রবি প্রনোদনা কর্মসুচির আওতায় সরিষা,গম, ভৃট্টা মসুর মুগ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার-বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবার) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা কৃষিসম্প্রসার এর উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ।
এসময় ১২২৫০ জন কৃষকের মাঝে গম বীজ, ৪৮০০০ কেজি, ভুট্টা২৫০০ কেজি,সরিষা ৭৮০কেজি, পেঁয়াজের বীজ ১৫০ কেজি, মসুর ২২৫০ কেজি ও মুগ ১০০০ কেজি, ডিএপি ৮৫৭,৫০ মেঃ টন, এমওপি ৬১২.৫০ মেঃ টনসহ সার সুবিধা পাবে।