গাংনীতে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
মেহেরপুরের গাংনীতে ৭৬০ জন কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।আজ বুধবার দুপুর ১২ টায় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার কে এম সাহাবুদ্দীন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাসেল রানা। এসময় প্রানী সম্পদ কর্মকর্তা মোস্তফা জামান সহ কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিনামুল্যে ৭৬০ জন কৃষকদের মাঝে ৫ কেজি মাস কলাই বীজ,ডিএফপি সার ১০ কেজি ও এম ও পি সার ৫ কেজি করে বিতরণ করা হয়।
Free distribution of fertilizers and seeds among the farmers in Gangni
Fertilizers and seeds have been distributed free of cost among 760 farmers in Gangni of Meherpur. The fertilizers and seeds were distributed by the Upazila Agriculture Office in the meeting room of Gangni Upazila Parishad at 12 noon on Wednesday. Gangni Upazila Executive Officer Selim Shahnewaz presided over the distribution of fertilizers and seeds. Gangni Upazila Agriculture Officer KM Sahabuddin Ahmed gave welcome speech on the occasion. Upazila Agriculture Extension Officer Russell Rana conducted the program. Farmers including Animal Resources Officer Mostafa Zaman were present at the time. Later 5 kg of kalai seeds, 10 kg of DFP fertilizer and 5 kg of M&P fertilizer were distributed among 760 farmers free of cost.